কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি: রাজস্থ বাজেটের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে রাঙামাটির কাপ্তাই উপজেলার নির্বাচিত ১৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১শত ৮০ কেজি কার্প মিশ্র জাতের মাছের  পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষীদের  মাঝে মাছের পোনা বিতরণ এর মাধ্যমে এই কাজের  উদ্বোধন করেন রাঙামাটি জেলা মৎস্য অফিসার  অধীর চন্দ্র দাস।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,  রাঙামাটি  সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মো: এরশাদ বিন শহীদ, কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top