কাপ্তাইয়ে উদ্ধার হওয়া ১২ টি পান কৌড়ি শেখ রা‌সেল এভিয়ারী পার্কে হস্তান্তর

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডি‌সি শিল্প এলাকা থেকে উদ্বারকৃত ১২টি পানকৌ‌ড়ি উদ্ধারের পর আজ শনিবার রাঙ্গুনিয়া ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বনবিভাগ। পরে সে পাখিগুলো অবমুক্ত করা হয়।

আজ শনিবার (১৫ জুন) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে এই পানকৌড়িগুলো রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে কাপ্তাইয়ের উপ‌জেলাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বিএফআইডি‌সি শিল্প এলাকার হতে ১২টি পান কৌ‌ড়ি (ইংরেজি নাম: little cormorant (বৈজ্ঞানিক নাম: Phalacrocorax fuscicollis) উদ্ধার করা হয়।

বন বিভাগ কর্মকর্তাদের ধারণা পাখিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে এনেছিল পাচারকারীরা। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় তারা।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, বন্যপ্রাণী সুরক্ষায় বনবিভাগ সর্বদা বদ্ধপরিকর। তারই প্রেক্ষিতে শুক্রবার কাপ্তাই রেঞ্জ থেকে উদ্ধার হওয়া ১২টি পানকৌড়ি আজ রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এসআইএস

Scroll to Top