কাপ্তাই সড়কের পাশে অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ

কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার সিএনজি স্টেশন সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

সোমবার (১০ জুন), সকাল সাড়ে ১১টায় তিনি ওই এলাকায় গিয়ে অবৈধ দোকান ও স্থাপনা সরানোর নির্দেশ দেন। নতুন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও মো. মহিউদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, পর্যটন শহর কাপ্তাই নতুনবাজারের প্রবেশমুখে সড়কের পাশে অবৈধভাবে অনেক দোকান ও স্থাপনা গড়ে উঠেছে। ফলে রাস্তায় যানজটের পাশাপাশি সৌন্দর্যহানি ঘটছে। তাই নতুনবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনাগুলোকে সরাতে বলি। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনাসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ

Scroll to Top