পড়া হয়েছে: ৩২
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরণা রানী দেব।
শনিবার (২১ অক্টোবর) মহা সপ্তমী পূজার দিন তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এছাড়া পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে পূজায় দায়িত্বরত আনসার সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কাপ্তাই লগগেইট জয় কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপদেষ্টা কল্যাণ চৌধুরী, অর্থ সম্পাদক প্রদীপ কুমার দে, মন্দির এর পুরোহিত পিন্টু চক্রবর্তী সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।