কাপ্তাই প্রতিনিধি: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নির্পোট) কাপ্তাইয়ের প্রশিক্ষণরত পরিবার কল্যাণ সহকারীদের মৌলিক প্রশিক্ষণের অংশ হিসাবে গত রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কাপ্তাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরিবার কল্যাণ সহকারীদের পরিবেশনায় একক ও সমবেত গান, একক ও সমবেত নৃত্য এবং আবৃত্তি পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম।
কাপ্তাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা দেবাশীষ দেব এতে সভাপতিত্ব করেন।
এ সময় রাউজান পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের সহকারী সার্জন ডা: ক্লিনটন দে, কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ নির্পোটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।