রাঙামাটি প্রতিনিধি: শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এদিন সকাল ৭ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে জাতির সুর্য সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনর রশিদ, বিএসপিআই ইলেকট্রনিক্স তৃতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র তাহসিন কবির।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের সহ সভাপতি ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ ঝুলন/ ইউডি