কাঠের গুড়া আর রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচ!

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে একটি মসলা তৈরির কারখানায় কাঠের গুড়া আর রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ, মরিচ ও মসলা। আর আর এসব পণ্য সরবরাহ হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বাজারে। অভিযানে হলুদ-মরিচে কাঠের গুড়া ও রং মেশানোর প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে কারখানা মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালী থানার মিয়াখান নগর এলাকায় ওই কারখানায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, কারখানায় কাঠের গুড়া মিশিয়ে হলুদ এবং মরিচ গুড়া তৈরি বিক্রি করা হয়। এছাড়া ওই কারখানায় মরিচ, হলুদ ও ধনিয়া গুড়ার সঙ্গে রঙ, কয়লা ও কাঠের গুড়া এবং ভুসি মিশিয়ে একধরনের মসলা তৈরি করার প্রমাণ পেয়েছি।’

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার মালিক বাচ্চু মিয়া ও চার শ্রমিককে আটক করে। তাদের মধ্যে মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। প্রায় ৯০০ কেজি ভেজাল মসলা জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top