পড়া হয়েছে: ৫৮
চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন ও মূল্য তালিকা না রাখার অপরাধে তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
রোববার (৩ নভেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে তিনি বলেন, অভিযানে দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এবং মূল্য তালিকা না থাকায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এসএ