আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ ছৈয়দ (৫৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি স্থানীয় আবুল খায়েরের ছেলে। স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে অভাবের সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত দশটার দিকে দেয়াঙ পাহাড় থেকে একটি হাতি লোকালয়ে নেমে আসে। ওই সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ হাতিটি বিগড়ে গেলে স্থানীয় লোকজন ছুটতে থাকলে হাতির সামনে পড়ে যায় ছৈয়দ। এসময় তাঁকে হাতি শুঁড়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের প্রতিবেশী মো. মোস্তাক মিয়া জানান, দীর্ঘ বছর ধরে কয়েকটি হাতি দেয়াঙ পাহাড়ে অবস্থান করে। সন্ধ্যা হলে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এতে এলাকায় গাছপালা, ঘরবাড়ি ভাংচুর ও কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হাতির আক্রমণে আহত হয়েছে শিশু থেকে বৃদ্ধা অর্ধশতাধিক। নিহত হয়েছে তিনজন। এদিকে গতকাল হাতির আক্রমণে স্থানীয় আরো এক জন নিহত হয়েছে। দীর্ঘদিনের হাতির তান্ডবের ঘটনা ঘটলেও উদ্যোগ নেইনি বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। শীঘ্রই স্থায়ী একটি সমাধান চাই।
স্থানীয় বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, দেয়াঙ পাহাড়ের পাশে অবস্থিত বড়উঠান গ্রামে বন্য হাতির বিচরণ দীর্ঘ দিনের। এতে হাতির আক্রমণের একে একে নিহতের সংখ্যা বাড়ছে। বুধবার রাতে আরো এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তির ব্যাপারে বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এআইকে