পড়া হয়েছে: ৬২
চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জামালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জিহাদ (২২)। সে বাঁশখালী উপজেলার জহির উদ্দিন হেলালের ছেলে। সে দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, জিহাদ শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসার দিকে ফিরছিলেন। রাত ৯টার দিকে ক্রসিং জামালপাড়া পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে দূরে ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ট্রাকের হেলপারকে আটক করা হলেও চালক পলাতক। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এসএ