পড়া হয়েছে: ৩৭
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ এপ্রিল) কর্ণফুলীর মইজ্জ্যারটেক কারখানার ২য় তলার একটি পরিত্যক্ত রুমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক চাটগাঁ নিউজকে জানান, আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে ২য় তলার রুমে থাকা ২৮ কার্টুন মাস্কিন ট্যাপ পুড়ে গেছে। এছাড়া আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এসবিএন