পড়া হয়েছে: ৮
চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলীতে শফি আলম (৪০) নামে আরও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি এলাকার শফি আলমের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
আটক শফি আলম চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ইয়াছিন চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুস ছবুরের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শফি আলমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগ রয়েছে। তাকে নগরীর চাদগাঁও থানায় সোর্পদ করা হয়েছে।
এর আগে বিকেলে পাঁচটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নে অভিযান চালিয়ে আবদুল শুক্কুর নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছিল পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন