সিপ্লাস ডেস্ক: ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী ‘এমভি জে হ্যায়’ নামের একটি জাহাজ।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে জাহাজটি শনিবার (১০ জুন ) ভোর ৫টার দিকে বন্দরের হারবাড়ীয়া চ্যানেলের ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। ছোট লাইটারেজ জাহাজে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্র নেওয়া হচ্ছে।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রর উপব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে পর্যাপ্ত কয়লার মজুদ রয়েছে। কয়লা আমদানি একটি চলমান প্রক্রিয়া। এলসি খোলার সমস্যা না হলে আমাদের কয়লা আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।
এর আগে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি শুক্রবার রাতে বন্দরের আউটারেজে পৌঁছায়।
‘এমভি জে হ্যায়’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে চায়না পতাকাবাহী এ জাহাজটি গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরুর ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়।
জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।
রিয়াজুল হক বলেন, এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে।