কক্সবাজার সদর প্রতিনিধি : কক্সবাজারে ইতিহাস ও গৌরবের ধারাবাহিকতায় ডিসি সাহেবের বলী খেলার ৬৯তম আসর শুরু হয়েছে। আজ শুক্রবার। বিকাল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বলীখেলা ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।।
এতে প্রধান অতিথি আছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী ও শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারন সম্পাদক মোঃ নজিবুল ইসলাম। সভাপতিত্ব করবেন ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
ইতিহাস ও গৌরবের ধারাবাহিকতায় ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব হেলাল উদ্দিন কবির বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাসে মহকুমা স্টেডিয়ামে ১৯৫৬ সালে এ অঞ্চলের মানুষের বিনোদনের নিমিত্তে এস.ডি.ও সাহেবের বলী খেলা নামে প্রথম বারের মতো বলীখেলা শুরু করা হয়। বাঙালীর লোকজ উৎসব “বলীখেলা ও বৈশাখী মেলা” তখন থেকে পরিণত হয় এই জনপদের অধিবাসীদের প্রাণের উৎসবে। ১৯৮৪ সালের ১লা মার্চ কক্সবাজার মহকুমা জেলায় উন্নীত হওয়ায় এস.ডি.ও সাহেবের বলীখেলার নতুন নামকরণ হয় ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা। তারই ধারাবাকিতায় ১০ ও ১১ মে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/আছহাব/এসআইএস