কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদর থানা এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি রামুর জোয়ারিনালার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক আহম্মদের পুত্র। তিনি ২০১৮ সালে রামু থানার একটি মাদক মামলায় (মামলা নং-৩৮(০৪)২১, জিআর-১৮০/২১) দোষী সাব্যস্ত হয়েছিলেন। এতে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

র‍্যাব-১৫ এর কর্মকর্তা দেবজিত পাল জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top