পড়া হয়েছে: ৩৩
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত সেতুতে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় এক বৃদ্ধ নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে ব্রিজের কক্সবাজার বদর মোকাম কস্তুরা ঘাট হয়ে খুরুশকুলের নতুন সংযোগ সেতুর মধ্যেবর্তী স্থানে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, কক্সবাজার শহর থেকে খুরুশকুল মুখি বেপরোয়া মোটর সাইকেলটি রাস্তায় হেঁটে যাওয়া বৃদ্ধকে এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে বৃদ্ধসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় পথচারী বৃদ্ধ কে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, মোটরসাইকেলের দুই আরোহি কক্সবাজারের নুনিয়াছড়ার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে বাবু ও একই এলাকার হাসানের ছেলে নুরুল বশর।
চাটগাঁ নিউজ/এসবিএন