কক্সবাজারে বিলুপ্ত বিএনপির ৩ উপজেলা কমিটি

দুটিতে নতুন আহ্বায়ক কমিটি

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলুপ্ত হওয়া কমিটিগুলোর মধ্যে আছে— উখিয়া, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলা বিএনপি। তবে উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় নতুন করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উখিয়া উপজেলায় বিলুপ্ত কমিটির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে, কুতুবদিয়া উপজেলায় সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদকে আহ্বায়ক এবং এমএ সালাম কুতুবীকে সচিব করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, চকরিয়া উপজেলা কমিটি বিলুপ্ত হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। শিগগিরই সেখানে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

এদিকে, নবগঠিত উখিয়া ও কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top