কক্সবাজারে বিএনপি কার্যালয়ে আগুন, গুলিতে নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় একজন নিহত এবং ৭ আহত হয়েছে।

আজ রবিবার (৮ আগস্ট) সাড়ে ছয়টার দিকে শহরের পৌরসভা সংলগ্ন শহিদ সরণি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে আহতদের কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো অব্যাহত রয়েছে গোলাগুলি।

কক্সবাজার সদর হাসপাতালের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে নিয়ে আসা হয়। এরমধ্যে একজন মারা গেছেন। তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনো তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধাউ ধাউ করে পুড়ছে কার্যালয়টি।

কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে শহরের কালুরদোকান এলাকায় জড়ো হয়। মিছিল সহকারে বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। পরে বাস টার্মিনাল থেকে শহিদ মিনারে আসার সময় গুলি করা হয়।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top