কক্সবাজারে ফের পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার (সদর) প্রতিনিধি : কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২০) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২৩)। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল। আনোয়ার ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনদের বরাতে পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোর রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির উপর বড় এক খণ্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটিচাপা পড়ে মারা যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটিচাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।

এর আগে, গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ রোহিঙ্গা ও স্থানীয় একজন নিহত হন।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top