পড়া হয়েছে: ৩৫
রামু প্রতিনিধিঃ কক্সবাজারের রামুতে এস আলম বাসের ধাক্কায় অজ্ঞাত এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪ টার দিকে কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোছন জানান, মহিলাটি রাস্তা পার হওয়ার সময় এস আলমের বাসটি ধাক্কা দিলে তিনি গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান চাটগাঁ নিউজকে জানান, ঘটনাটি দুংখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত মৃত মহিলাটির পরিচয় শনাক্ত করা যায়নি। বর্তমানে লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন