চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য উচ্ছেদ পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ের সড়ক অবরোধ করে উচ্ছেদ পরিকল্পনা বাতিলের দাবি জানান।
এতে সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার কয়েক হাজার বাসিন্দা অংশ নেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায় পরে জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারীরা জানান, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কথা বলে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে সরকার। কিন্তু তারা তাদের বসতভিটা ছাড়তে চান না। সরকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের জন্য উচ্ছেদ করার পরিকল্পনা হয় কয়েক বছর আগে। তাদেরকে পুর্নবাসন করার জন্য সরকার খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পও চালু করেছে। ইতোমধ্যে কয়েক শত পরিবারকে ফ্ল্যাটও দেওয়া হয়েছে বিশেষ আশ্রয়ণ প্রকল্পে। পর্যায়ক্রমে চার হাজারেরও বেশি পরিবার ফ্ল্যাট পাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাউদ্দিন বলেন, আন্দোলনরতদের সাথে কথা হয়েছে। তারা বিভিন্ন বিষয়বস্তু স্মারকলিপি আকারে আমার কাছে তুলে ধরেছেন। এ নিয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো।
চাটগাঁ নিউজ/জেএইচ