কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। তারই ধারাবাহিকতায় শহরের চন্দ্রিমা গোনার অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ভবনের ছাদ ভেঙে দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, মেহেদী হাসান নামে এক ব্যক্তি পাঁচতলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন নিয়ে ছয়তলা পর্যন্ত ছাদ নির্মাণ করেছে। তাকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বেশ কয়েকবার সতর্ক করার পরেও সে ছয়তলার ছাদ নির্মাণ করেছে। যার কারণে আজ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অননুমোদিত ছাদ ফুটো করে দিয়েছে। সেই সাথে পিলারগুলোও ভেঙে দিয়েছে।
অভিযানে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেন (সিনিয়র সহকারী সচিব) বলেন, বিল্ডিং নির্মাণ আইন ১৯৯৬ অনুযায়ী ভবনের মালিককে পরপর তিনবার নোটিশ করা হয়েছে। তার নোটিশের জবাব সন্তুষ্ট হয়নি। তাছাড়া অনুমোদনের বাইরে গিয়ে ছয়তলার ছাদ নির্মাণ করায় সেটি ভেঙে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/আছহাব/এসএ