কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক : খুলনার আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা ঘটে। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মো. গোলাম আকবরের পুত্র।

উদ্ধারকারী অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়ি নিয়ে আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলির আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলাম রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এই চালক আরও বলেন, সড়ক খালি ছিল। আশেপাশে কেউ ছিলো না বা কাউকে পালাতে দেখা যায়নি। আমার ধারণা দূর থেকে গুলি করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায়, তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি নিহত গোলাম রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সাথে আর কেউ ছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে সাথে খুনিদের ধরতে পুরো শহরে ঘিরে ফেলেছে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top