কক্সবাজার-সেন্টমার্টিনে তিনদিন বন্ধ থাকবে হোটেল-মোটেল, পর্যটক চলাচল নিষিদ্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চায়ন ও শৃঙ্খলা রক্ষার্থে কক্সবাজার-সেন্টমার্টিনে তিনদিন বন্ধ থাকবে হোটেল-মোটেল, এবং পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ৬, ৭ এবং ৮ জানুয়ারি একইসাথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেলসহ গেস্ট হাউজ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, আগামী ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।’

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে তাই ৬ ডিসেম্বর রাত ১২ টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।

Scroll to Top