ওরা চোখের আলো ফেরাতে গিয়ে নিভে গেল জীবনের আলো

চাটগাঁ নিউজ ডেস্কঃ কক্সবাজারে চক্ষু চিকিৎসা নিতে গিয়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ার ইলশা এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র আবু আহমেদ (৬৫), খানখানাবাদের ডোংরা এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন (৬৫), তার মেয়ে পশ্চিম ইলশা গ্রামের মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪৫), কুফিয়া ডোংরা এলাকার গোলাম সোবহানের পুত্র দুলা মিয়া (৬৫) ও বাহারছড়ার নুরুল আলমের স্ত্রী খদিজা বেগম (৫০)। এছাড়া নিহত অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা কক্সবাজারে বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাঁশখালীতে ফিরছিলেন। এসময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে তাদের পরিবহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারান ৬ আরোহী। এছাড়া আহত হন অনেকে। আহতরা হলেন- আব্দুল মান্নান, ফাতেমা বেগম, আব্দুর রশিদ, জাহানারা বেগম, রফিক আহমদ, নুরুল হোসেনসহ অন্তত ১২ জন। আহতদের মধ্যে বেশিরভাগ মাইক্রোবাসটির যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা চাটগাঁ নিউজকে জানান, সোমবার সকালে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার সামনে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ২জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়।

এ বিষয়ে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়ক কর্মকর্তা নেছার আহমদ জানান, বাঁশখালীর ২৬ জন রোগী চোখের চিকিৎসা শেষে গতকাল দুপুরে বাড়ি ফিরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

চাটগাঁ নিউজ/এসবিএনSet featured image

Scroll to Top