ওমান প্রতিনিধি : মরুর দেশ ওমানে বাংলাদেশ প্রবাসী সন্তানদের শিক্ষার মান উন্নয়নে রাজধানী মাস্কাট থেকে প্রায় ২৭৭ কিঃমি দূরে জালান অঞ্চলে প্রবাসীদের নিজস্ব অর্থায়নে নতুন ভবন উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৪ মে) বাংলাদেশ স্কুল জালানের পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নানের (সিআইপি) সভাপতিত্বে, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটি জানায়, ওমান ও বাংলাদেশ সরকারের সরাসরি অনুদান ছাড়াই অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার কমিউনিটি বিত্তবান ব্যক্তিদের অনুদানে প্রায় ৬ কোটি ২২ লাখ টাকা মূল্যের স্কুল ভবনটি ক্রয় করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, বাংলাদেশ স্কুল জালানের পরিচালনা পরিষদের সদস্য জামাল উদ্দিন (ফাইন্যান্স), প্রদিপ ভৌমিক (একাডেমিক), কামাল উদ্দিন (প্রজেক্ট), শাহেদ (স্পোর্টস এন্ড কালচারাল), মুহাম্মদ শামশু ইসলাম (এডমিনিস্ট্রেশন), সাবেক কূটনীতিক মিশনের প্রধান (ঢাকা) তায়েব বিন সালিম আলাউয়ি, সুলতান বিন রাসিদ বিন মো. আল কাসবি, সাঈদ বিন নাসের বিন হামেদ আল সিনাদি, মো. বিন সাঈদ বিন আলী, শেখ মো. বিন আল সাওয়াই, খলিফা বিন জুমাহ বিন সালমি আল কাসবি, আলী বিন জুমা আল গানবুসী, ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি), চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী (সিআইপি), গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, বাংলাদেশ স্কুল মাস্কাটের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল পাশাসহ, ওমান কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও জালানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি অনেকে উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/টমাস/এসএ