পড়া হয়েছে: ৪০
আমিরাত প্রতিনিধি: ওমরা হজ্বে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের মা ও মেয়ের মুত্যু হয়।
সোমবার (১ জানুয়ারী) আবুধাবি থেকে সৌদিয়া ওমরা হজ্বে যাওয়ার পথে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম জেলার রাউজান ধানাধীন নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
নুরুল আলম এর পরিবার সহ মক্কার কাছে সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন অবস্হায় নুরুল আলম এর ছোট ভাই আবু তাহের এর সহধর্মিনী, নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরা (১৩) মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে ……..রাজেউন )।
আমিরাত আবুধাবী শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম ক্লাসের ছাত্রী। তাদের মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।