পড়া হয়েছে: ৩১
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার নিন্মিত্তে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিকালে এস এম আল মামুন উপজেলা পরিষদ কার্যালয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।