এবার পুলিশকে গুলি করেই পালিয়েছে সেই ‘সাজ্জাদ’

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর ২৯ আগষ্ট থেকে ২১ অক্টোবরের মধ্যে পরপর তিনটি হত্যা মামলার আলোচিত আসামি ছোট সাজ্জাদ (২৫) এবার পুলিশের উপর গুলি চালিয়েই পালিয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় জালালাবাদ সিএনজি পেট্রল পাম্পের পাশে ইউনুস টাওয়ারে লুকিয়ে থাকা ছোট সাজ্জাদকে গ্রেফতারে রেইড চালায় চান্দগাঁও থানা পুলিশ। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে সাজ্জাদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই ব্যাপারে অভিযান পরিচালনাকারী চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আফতাব উদ্দিন চাটগাঁ নিউজকে জানিয়েছেন, সাজ্জাদকে গ্রেফতারে আমাদের টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ বেপরোয়া গুলি চালাতে শুরু করে। এতে আমাদের দুই পুলিশ সদস্যসহ আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সাজ্জাদকে গ্রেফতার করতে না পারলেও তার স্ত্রী পরিচয়ধারী এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, আহত দুই পুলিশ সদস্য হলেন- চান্দগাঁও থানার এএসআই ফায়াজ আহমেদ ও এএসআই রাজু আহমেদ। গুলিবিদ্ধ অপর দুইজন হলেন- ভবনটির বাসিন্দা মো. জাবেদ (৩৮) ও সিটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী কাজল দে (৪০)। জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ও কাজলকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য নগরীর দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, জালালাবাদ পেট্রোল পাম্প সংলগ্ন সাততলা ইউনুস টাওয়ারের পঞ্চম তলায় সাজ্জাদকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এসময় সাজ্জাদ ইউনুস টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে অন্য ভবনের ছাদে পড়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে গত ২৯ আগস্ট রাতে কুয়াইশ-অক্সিজেন সড়কে মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছারকে (৩২) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত পৃথক মামলার এজাহারভুক্ত আসামি এই ছোট সাজ্জাদ। গত ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাঁদার জন্য বায়েজিদ বোস্তামীর কালারপুল এলাকায় নির্মাণাধীন ভবনে গিয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন এই ছোট সাজ্জাদ। সর্বশেষ গত ২১ অক্টোবর ‍দিনে দুপুরে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকাধীন অদুরপাড়ায় বাহিনী নিয়ে মাইক্রোবাসে করে এসে গুলি করে আফতাব উদ্দিন তাহসীন (২৬) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে সাজ্জাদ। ওই হত্যাকান্ডেও আসামি এই সাজ্জাদ। একের পর এক হত্যাকান্ডের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভোরে অভিযান চালায় পুলিশ। তবে এবারও সাজ্জাদ বেপরোয়া গুলি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার গুলিতে দুই পুলিশ কর্মকর্তা ও দুই সাধারণ লোক গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

চাটগাঁ নিউজ/ইউডি