সিপ্লাস ডেস্ক: আবার চমক আফগানিস্তানের। দিল্লিতে তারা হারিয়ে দিয়েছিল ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এবার আফগানদের শিকার ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। আরেকটি অঘটন ঘটিয়ে চেন্নাইয়ে বাবর আজমের দলকে তারা হারিয়ে দিয়েছে ৮ উইকেটে।
রান তাড়ায় রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ব্যাটে দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান।
১০.১ ওভারে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়ে পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছিলেন ইমাম-উল হক ও আব্দুল্লাহ শফিক। ১৭ রান করে ইমাম আউট হলেও বাবর ও শফিকের ব্যাটে সচল থাকে রানের চাকা। কিন্তু জোড়া আঘাতে শফিক ও রিজওয়ানকে ফিরিয়ে আফগানদের ম্যাচে ফেরান নুর আহমেদ। ৫৮ রান করে শফিক এলবিডাব্লিউ হওয়ার ১০ রান পর মুজিবের তালুবন্দি হন রিজওয়ান (৮ রান)। আফগান স্পিন চতুষ্টয়কে সাবধানে সামলে সউদ শাকিল ও শাদাব খানকে নিয়ে ইনিংস মেরামত করতে থাকেন বাবর। তবে হাত খুলে অবশ্য খেলতে পারেননি পাকিস্তান অধিনায়কও।
৯২ বলের ৭৪ রানের ইনিংস খেলে নুর আহমদের তৃতীয় শিকার হয়ে বাবর মাঠ ছাড়ার সময় পাকিস্তানের স্কোর ৪১.৫ ওভারে ২০৬। তবু তাদের রানটা অত দূর গেছে শেষ দিকে শাদাব ও ইফতিখারের ব্যাটের ঝড়ে। একটি করে চার ও ছক্কায় ৩৮ বলে ৪০ রান করেন শাদাব। আর চারটি ছক্কায় ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইফতিখার। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে তাঁরা দুজন মিলে যোগ করেন ৭৩ রান। এর মধ্যে শেষ ৫ ওভারে পাকিস্তান স্কোরবোর্ডে জমা হয়েছে ৬১ রান।