নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগর বিএনপির তৃণমূল পর্যায়ের ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনে শীর্ষ মহল থেকে নির্দেশনা এসেছে। এক মাসের মধ্যে শূন্য থাকা কমিটিগুলো পূরণে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে নগর বিএনপি। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা ও প্রতিনিধি সভার আয়োজন অব্যাহত রেখেছে সংগঠনটি। নতুন কমিটি গঠনের সংবাদে দলটির তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। কমিটিতে স্থান পাওয়ার আশায় নেতাকর্মীরা নানামুখী তদবির, তোড়জোড় শুরু করে দিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, নগর বিএনপির শূন্য থাকা থানা ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠনের লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের পাঁচ নেতার সাথে স্কাইপিতে যুক্ত হন। নসিমন ভবনস্থ নগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাদের সাথে ওই আলোচনায় তারেক রহমান এক মাসের মধ্যে নগরের ১৫ থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের নির্দেশনা দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ৩ ডিসেম্বর মহানগর বিএনপি সংবাদ সম্মেলন করে নগরীর ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেয়। এরপর থেকে শূন্য কমিটিগুলো পূরণ নিয়ে নানা আলোচনা চলছে। তৃণমূলের কমিটিতে পদ পেতে ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা নানামুখী তোড়জোড় তদবির শুরু করেছেন। তবে তৃণমূলের কমিটিতে ত্যাগী নিবেদিত, মামলা-হামলার শিকার নেতাকর্মীরাই মূল্যায়িত হবে- এমনটাই জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) চাটগাঁ নিউজকে বলেন, আগামী এক মাসের মধ্যে মহানগরের সব থানা ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে তিনি চট্টগ্রামের পাঁচ নেতার সাথে স্কাইপিংয়ে যুক্ত হয়ে আলোচনা করেছেন। এ উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে কর্মশালা ও প্রতিনিধি সভা করা হচ্ছে।
তিনি বলেন, এর মধ্যে ১২টি ওয়ার্ডের সভা সম্পন্ন হয়েছে। যেহেতু নির্দেশনা এসেছে তাই দ্রুত সময়ের মধ্যেই আমরা অবশিষ্ট ৩১টি ওয়ার্ড ও ১৫ থানার সভাগুলো সম্পন্ন করে নিচ্ছি। চলতি মাসের ২০ অথবা ২৫ ফেব্রুয়ারির মধ্যে সকল ওয়ার্ড ও থানা পর্যায়ে কর্মীসভা ও প্রতিনিধি সভাগুলো শেষ হবে বলে আশা করছি।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ