এবার চসিক মেয়রের বাড়িতে হামলা : গুলিবিদ্ধ ৪

চাটগাঁ নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটস্থ বাসভবনে হামলা চালানো হয়েছে। এ ঘটনার সময়ে চসিক মেয়র বাসভবনেই অবস্থান করছিলেন।

আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বহদ্দারহাটে অবস্থিত মেয়রের বাসভবনে এ হামলা ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাট পৌঁছলে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগের কর্মীরা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিহিত করে। গুলিবিদ্ধ ৪ জনকে চমেকে নেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র মহোদয় নিরাপদে আছেন।’

এদিকে হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বদ্দারহাট ও মুরাদপুর এলাকায় উত্তেজনা দেখা দেয়, চারদিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সরকার সমর্থক লোকজন দ্বার গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়োছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে নগরের দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

এছাড়া মিছিল থেকে নগরের ওয়াসা মোড় এলাকায় পেট্রোল পাম্পের পাশে স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসেও অগ্নিসংযোগ করা হয়। অফিসটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিলেন। বর্তমানে বাচ্চু সেখানে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে বসেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top