এবার ঘরে বসে দেখা যাবে কুসুমের সিনেমা

বিনোদন ডেস্ক: গেল অক্টোবরে সিনেমা হলে মুক্তি পেয়েছে কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’। নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। মুক্তির পর মাল্টিপ্লেক্সের দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে এটি।

এবার সিনেমাটি দেখা যাবে ঘরে বসেই। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় ‘শরতের জবা’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আর সিনেমাটি দেখতে হলে দর্শকদের ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। গতকাল সোমবার চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিষয়টি জানান কুসুম সিকদার নিজেই।

উল্লেখ্য, নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

সিনেমার গল্প এগিয়েছে একজন একাকী নারীর রহস্যময় জীবনকে কেন্দ্র করে। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top