এবার গ্রেফতার হলেন অতিরিক্ত ডিআইজি মশিউর

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর একটি আবাসিক থেকে তাকে আটক করা হয়।

তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটা জানা যায়নি। চট্টগ্রাম থেকে আটকের পর তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। এরপর ডিবি হেফাজতে নিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদনও করবে ডিবি।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

২০২২ সালের এপ্রিলে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনারের (ডিসি) পুরস্কার গ্রহণ করছেন মশিউর রহমান।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে বদলি করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top