চাটগাঁ নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ক্ষমার রেকর্ড করেছেন প্রেসিডেন্ট বাইডেন। অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৩৯ মার্কিন নাগরিককে প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে দেড় হাজার অপরাধীর সাজা কমিয়েছেন।
বৃহস্পতিবারের এই ক্ষমাকে ‘একদিনে সর্বোচ্চ ক্ষমা’র রেকর্ড হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস। তবে এতে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি। খবর বিবিসির
যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে, অভিশংসনের ক্ষেত্র ছাড়া দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।
চলতি মাসের শুরুতে বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এর মাধ্যমে প্রেসিডেন্টদের নিকটাত্মীয়দের ক্ষমা করার একটি প্রবণতা তৈরি হলো।
ক্ষমা ঘোষণার পর বাইডেন বলেন, যাদের ক্ষমা করা হয়েছে তারা দেখিয়েছেন যে, তারা দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। তাদের অহিংস দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে মাদক অপরাধ অন্তর্ভুক্ত ছিল।
বাইডেন মনে করেন, অনেককে মাত্রাতিরিক্ত সাজা দেওয়া হয়েছে, যা অনুচিত। এজন্য তাদের ক্ষমা হ্রাস করা হয়েছে। সামনের দিনগুলোতে এমন আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউস ত্যাগ করবেন বাইডেন। তার উত্তরসূরি হবেন ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের প্রথম দিকে বাইডেন আরেকটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেখানে তিনি সামরিক ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তিকে যৌন অভিযোগে সাজাপ্রাপ্তদের ক্ষমা করেন। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, প্রথম মেয়াদে ট্রাম্প ২৩৭টি প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন।
চাটগাঁ নিউজ/ইউডি