পড়া হয়েছে: ৪৮
চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ হামিদ উল্লাহ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে সিএমপির গণমাধ্যম শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৩ মে) রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আকবার শাহ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ