পড়া হয়েছে: ২৮
সিপ্লাস ডেস্ক: স্থানীয় বাজারে তেজারি সোনার (পাকা সোনা) মূল্য বাড়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রতি ভরিতে এক লাখ টাকার নিচে নামার পর, দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের মূল্য বাড়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ১৮১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ এক হাজার ২৩২ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮২ হাজার ৭৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৬৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।