আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা না পেয়ে বাউন্ডারি ওয়াল ভাংচুর করে ইট চুরির মামলা করায় বাদীর স্ত্রীকে মারধর করে স্বর্ণ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার মামলার প্রধান অভিযুক্ত ইউপি সদস্য মোঃ জমির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের নিজ বাড়ি থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মোঃ জমির হোসেন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি একটি নারী নির্যাতন মামলায় আটক হয়। ওই মামলাটি করেন স্থানীয় ছৈয়দ নুরের স্ত্রী নুর বেগম।
জানা যায়, ২০২৩ সালে বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্থানীয় ছৈয়দ নুর থেকে চাঁদা দাবী করেন স্থানীয় ইউপি সদস্য সহ তিনজন। পরে চাঁদা না দেওয়ায় ওই ব্যক্তির বাউন্ডারি ওয়াল ভাংচুর করে ওই ওয়ালের ইট চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। ওই ঘটনায় চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলাকে কেন্দ্র করে বাদীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন ওই ইউপি সদস্য এমন কর্মকান্ডে প্রতিবাদ করলে তাকে গলা টিপে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে। পরে গলায় থাকা স্বর্ণের চেইন ও একটি মোবাইল চিনিয়ে নেই ওই ইউপি সদস্য।
ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চট্টগ্রাম আদালতে ইউপি সদস্যসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার তদন্তের দায়িত্ব দেন ডিবিকে। ডিবির তদন্তে মামলার এজাহারে উল্লেখ করা ঘটনার সত্যতা মিলে।
ডিবির তদন্ত রিপোর্টে উঠে আসে, ইউপি সদস্য মোঃ জমির হোসেন ক্ষমতার অপব্যবহার করে এলাকার উশৃঙ্খল কিশোরদের নিয়ে কিশোর গ্যাং তৈরি করে এলাকায় দীর্ঘদিন ধরে নিরীহ লোকজনদের জায়গাজমি জোরপূর্বক দখল, চাঁদাবাজি, নারী নির্যাতন, ইয়াবা ব্যবসা এবং কিশোরগ্যাং এর সদস্যদের আশ্রয় ও ছিঁচকে চোরদের রক্ষাসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
এদিকে এই ইউপি সদস্যকে গ্রেপ্তারের খবরে খুশি এবং স্বস্তি ফিরেছে নির্যাতন ও ক্ষতিগ্রস্তের শিকার ভুক্তভোগী জনগণ ও সাধারণ মানুষের।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলাও রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ