এক দফা ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদ মিনারের সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করেছে।

শনিবার (০২ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচ টার দিকে শহীদ মিনারে সমবেত জনতার উদ্দেশ্য বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী সভাকে পদত্যাগ করতে হবে।

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল, তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আখতার হোসেন, আরিফ সোহেলসহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনও ধরনের সমঝোতায় যাবো না।

এসময় শহীদ মিনারে রব ওঠে পদত্যাগ, পদত্যাগ। খুনি হাসিনার পদত্যাগ।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top