পড়া হয়েছে: ১১৪
কাপ্তাই প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্য ধরে রেখেছে রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এবারও তিন পার্বত্যঞ্চলে সেরা স্থান দখল করে নিয়েছে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার তিন পার্বত্য জেলার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুব আহমদ শাহজালাল জানান, এই বছর আমাদের প্রতিষ্ঠান হতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিষয়ে ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যে আমরা খুশি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ