চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সম্মিলিত অংশগ্রহণে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) চট্টগ্রাম মহানগর আয়োজন করেছে “জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি: পাওয়া-না পাওয়া” শিরোনামে একটি বিশেষ আলোচনা সভা।
শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এই সভাটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ঐক্যের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
আলোচনায় চট্টগ্রামের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আলোচনা করেন। আলোচনায় উঠে আসে জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, তাদের সংকট ও সম্ভাবনা এবং দেশের ক্রান্তিকালে তাদের কার্যকর অংশগ্রহণের ভবিষ্যৎ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের ঐক্য এবং বৃহত্তর সমাজে তাদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রাষ্ট্র ও সমাজের সংস্কারে তাদের ভূমিকা নিয়েও গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এর ধারাবাহিকতায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে, তা আমাদের ভাবতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যাড চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক সাইফুল ইসলাম সাজিদ। তিনি বলেন, এই আলোচনা সভার মাধ্যমে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তোলার প্রথম পদক্ষেপ নিয়েছি। জুলাই জনঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতেই আমাদের এই প্রচেষ্টা।
সভায় আরও আলোচনা হয়, জুলাই অভ্যুত্থানের শিক্ষার আলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংকট ও সম্ভাবনা, দেশের মূলধারার নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কৌশল এবং রাষ্ট্র ও সমাজের কাঠামোগত সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা।
আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক ও আগ্রহী নাগরিকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিভিন্ন সৃষ্টিশীল ও গঠনমূলক মতামত ও প্রস্তাব সভাকে সমৃদ্ধ করেছে।
এই আয়োজনের লক্ষ্য ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ঐক্যের ভিত মজবুত করা এবং শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে বৃহত্তর সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে সম্পৃক্ত করার রূপরেখা তৈরি করা। আলোচনায় উঠে আসে প্রাইভেট শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা এবং তা কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায়।
প্রোগ্রামের আয়োজক স্যাডের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়াসহ শিক্ষার প্রতিটি স্তর থেকে বৃহত্তর সামিাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসএ