চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য এলাকায় যারা পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে বসে সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। তিনি আরও বলেন, এই দেশ সবার, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সংবাদ শুনে আমি খুব দুঃখ পেয়েছি। এ সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এ সমস্যা সমাধান করার আহ্বান জানান তিনি।
এ সময় বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপদেষ্টা বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বৌদ্ধ অনাথালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন