উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে সন্ত্রাসী হামলায় আহত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে৷
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) মধ্য রাতে রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্ট এর জি/১১ থেকে তাকে উদ্ধার করা হয়৷ আহত রোহিঙ্গা ১নং ক্যাম্পের মো রশিদুল্লাহর পুত্র মোহাম্মদ আয়াস।
এপিবিএন সূত্রে জানা , মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্ট এর জি/১১ ব্লকে বসবাসরত মোঃ আয়াস নামের একজন রোহিঙ্গা উখিয়া থেকে বাসায় ফেরার পথে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প হতে ৩/৪ জন অজ্ঞাত সন্ত্রাসী এসে উক্ত রোহিঙ্গাকে মারধর করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা আহত অবস্থায় উদ্ধার করে আইএমও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, মঙ্গলবার এক রোহিঙ্গাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ কোনো সন্ত্রাসী বা অপরাধী ক্যাম্পে থাকতে পারবে না৷ ক্যাম্পে নিয়মিত অভিযান চলমান আছে৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন