পড়া হয়েছে: ৭৩
চাটগাঁ নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়াতে সড়ক দুর্ঘটনায় ইয়াছিন (১০) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও শাহপুরীর দ্বীপ হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। এর পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ইয়াছিনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে।
এ ব্যাপারে শাহপুরীর দ্বীপ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটগাঁ নিউজকে জানান, নিহত ইয়াছিন (১০) উখিয়ার ১১নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর হাকিমের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন