উখিয়ায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় উপজেলায় রাস্তার সীমানা বিরোধের জেরে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন৷

অভিযোগে উল্লেখ আছে, আমি (আব্দুল আজিজ) বসতবাড়ির সীমানায় বেড়া দিয়ে বাসায় চলে যাই৷  হঠাৎ করে এলাকার কিছু লোক সীমানার বেড়া লম্বা দা কিরিচ দিয়ে এলোপাতাড়ি ভাবে কেটে ছিঁড়ে ফেলেন৷  এসময় আমি (আব্দুল আজিজ) বাধা দিলে আমাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করেন হলদিয়াপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকার মৃত মো ইসমালের পুত্র আব্দুল খালেক(৫৫) ও আবুল মনজুর(৪২) এবং একই এলাকার মৃত মোজাফফর আহমদের পুত্র মোহাম্মদ ছাবের (৫০), তাহের আহমদ(৪২)। এসময় এলাকাবাসী আমাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়৷  প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে আমি বাসায় বিশ্রামে আছি।
তিনি প্রশাসনের কাছে এই হত্যা চেষ্টার বিচার দাবি করেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান সিকদার জানান, হলদিয়াপালং ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আবদুল খালেকের নেতৃত্বে আব্দুল আজিজকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করা হয়৷ পরে আমরা এলাকাবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করাই৷ আমরা না থাকলে তাকে হত্যা করা হতো৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, সীমানা বিরোধের কারণে শ্বাসরোধ করে আব্দুল আজিজ নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পেয়েছি৷ এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/ইউডি  

Scroll to Top