উখিয়ায় যুবদল নেতাকে মারধর করে বাইকে আগুন

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণে বাধা দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়েছে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী৷

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শী সোহেল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মুখে মাক্স পড়ে অন্তর্বর্তী সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। তাদেরকে বাধা দিলে যুবদল নেতা মেহেদীকে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা৷মেহেদী চিৎকার করলে লোকজন দৌড়ে এসে দেখতে পান মোটরসাইকেলে আগুন জ্বলছে। পাশে আহত অবস্থায় মেহেদী মাটিতে পড়ে আছে৷ পরে মেহেদীকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা রাতে ইউনূস সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণকালে যুবদলের নেতা বাধা দিলে তাকে মেরে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়৷ আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি৷ অন্যতায় এই ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না৷

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেইন জানান, কিছু সন্ত্রাসী মোটরসাইকেল পোড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি৷ঘটনাস্থল থেকে সরকার বিরোধী লিফলেট উদ্ধার করি। অপরাধীরা শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না৷ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এসএ

Scroll to Top