উখিয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উখিয়া প্রতিনিধি: বনবিভাগের জায়গাই তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেছে বিল্ডিং কিন্তু উপরে রং এর পরিবর্তে দেওয়া হয়েছে মাটি, যাতে বুঝা না যায় এটি বিল্ডিং। বনবিভাগের চোখ ফাঁকি দিতে না পেরে আদালতের নির্দেশে রবিবার (২২ অক্টোবর) দুপুরে বনবিভাগের অভিযানে উচ্ছেদ করা হয় দুইটি ঘর।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ও দৌছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদ সহ বনকর্মীরা সহ এই উচ্ছেদ অভিযান চালানো হয়৷

উখিয়ার রাজাপালং ইউনিয়নের মহরিপাড়া এলাকায় মামুনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জালাল উদ্দিন জানুর অবৈধ ঘর উচ্ছেদ করে বনবিভাগ জায়গা পরিমাপ করে লাল পতাকা দেওয়া হয়৷

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বলেন, আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সরকারি জায়গা উদ্দেশ্যে করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলেও জানান কর্মকর্তা।

Scroll to Top