উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের দৌছড়ি এলাকায় বন বিভাগের পাহাড় কেটে ঘর নির্মাণের সময় পাহাড়ধসে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দৌছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক শাহাব উদ্দিন (২৫) ওই এলাকার আব্দু জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌছড়ি বন বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি। তিনি জানান, দৌছড়ি এলাকার আবু শমা নামের এক ব্যক্তির মাটি কাটার পয়েন্টে পাহাড় কাটার সময় উপর থেকে পাথর মিশ্রিত মাটিধসে পড়ে তার মৃত্যু হয়। এরআগে বনবিভাগ আবু শমার বিরুদ্ধে মামলা দায়ের করে৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন বিভাগের জায়গা জবর-দখল করে ও পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উখিয়া থানা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, পাহাড় কাটার সময় একজনের মৃত্যুর খবর শুনেছি। থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এসএ