উখিয়া প্রতিনিধিঃ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে উখিয়ায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার তারা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, জাফর আলম চৌধুরী ও মো. শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাসেল চৌধুরী, গফুর চৌধুরী, মো. মামুনুর রশিদ, কামাল উদ্দিন মিন্টু, গফুর উল্লাহ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, শাহীন আক্তার, সানজিদা আকতার নুরি মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা পরিষদ নির্বাচন অফিসের তথ্যমতে, ৩য় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে ও প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ১৩ মে থেকে। এবারই ১ম উখিয়া উপজেলার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।
চাটগাঁ নিউজ/এসবিএন