পড়া হয়েছে: ১৪
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র হেলাল উদ্দিন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।”
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন